তৌহিদকে ঠান্ডা মাথায় হত্যা: টুকু

প্রতিনিধি।।
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘তৌহিদুল ইসলামের বিরুদ্ধে কোন মামলা ছিল না। অভিযোগ আসতেই পারে। মিথ্যা অভিযোগও হতে পারে। তারা সেটা জাজমেন্টে নেবে না? সেটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না? নাকি ৫ আগস্ট এর পূর্বে যেভাবে মানুষকে হত্যা, গুম করেছে সেভাবেই করবে? তৌহিদকে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এটি একটি হত্যাকা-। বাংলাদেশের আইনের সর্বোচ্চ বিচার হোক আমরা সেটা প্রত্যাশা করি। এই খুনিরা স্বৈরাচার সরকারের প্রেতাত্মা। তাদের সর্বোচ্চ বিচার হতে হবে।’
নিহত ইউনিয়ন যুবদলের আহবায়ক তৌহিদুল ইসলামের কুলখানিতে বক্তব্যে এসব কথা বলেন তিনি। সোমবার (০৩ ফেব্রুয়ারি) নিহতের গ্রামের বাড়ি কুমিল্লা সদর উপজেলার ইটাল্লায় আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বক্তব্য শেষে তৌহিদুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় কবর জিয়ারত, মিলাদ ও দোয়ায় অংশগ্রহণ করেন তিনি।

inside post


এসময় উপস্থিত ছিলেন, বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিন, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহবায়ক আনায়ারুল হক, কুমিল্লা মহানগর যুবদলের আহবায়ক ফয়সালুর রহমান পাভেল, সদস্য সচিব রোমান হাসানসহ কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগরের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবদল ও সংগঠনের নেতারা।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রণে একটি বিচার করছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা পদক্ষেপ নিয়েছে। সেনাবাহিনীও পদক্ষেপ নিচ্ছেন। আইএসপিআর তাদের বক্তব্য উপস্থাপন করেছে। তাদের সাধুবাদ জানাই। কিন্তু এই বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। এদের প্রত্যেকের বিচার করতে হবে। সিভিল কোর্টের বিচার সিভিলে হবে। সেনাবাহিনীদের বিচার সেনাবাহিনী করবে।
পরিাবারের অভিযোগ, গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) গভীর রাতে যৌথবাহিনীর পরিচয়ে তৌহিদুল ইসলামকে বাড়ি থেকে তুলে নেয়। তিনি জেলার আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের ইটাল্লা গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের আহবায়ক ছিলেন। শুক্রবার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তৌহিদের স্ত্রী ও স্বজনদের অভিযোগ মরদেহ গোসল করানোর সময় তার শরীরের আঘাতের চিহ্ন দেখা গেছে।

আরো পড়ুন