দাউদকান্দিতে ইয়াবা ও গাঁজাসহ মাদককারবারী গ্রেফতার

 

inside post

হোসাইন মোহাম্মদ দিদার,দাউদকান্দি :

দাউদকান্দি উপজেলার উত্তর সেন্দি গ্রাম থেকে ডেবিল হান্ট অপারেশনের অংশ হিসেবে যৌথ বাহিনীর অভিযানে শামীম সরকার নামে ইয়াবা ও গাঁজাসহ এক মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান। গ্রেফতারকৃত আসামির সঙ্গে থাকা বিক্রয়ের উদ্দেশ্যে ৮ কেজি গাঁজা ৮ শ’ পিস ইয়াবা ট্যাবলেট, ১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ” বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যসহ একটি চালান সরবরাহের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন শামীম সরকার। গোপন সংবাদের ভিত্তিতে এমন সংবাদ পাওয়ার পর বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ৩৩ পদাতিক ডিভিশনের একটি দল ও মডেল থানা পুলিশের সমন্বয়ে সোমবার(১৯ মে) দিবাগত রাত ৪টায়  মাদককারবারী শামীম সরকারকে উত্তর সেন্দি গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

শামীম সরকার উপজেলার উত্তর সেন্দী গ্রামের আব্দুল হক সরকারের পুত্র।

মডেল থানার অফিসার ইনচার্জ( ওসি) জুনায়েত চৌধুরী জানান, ” শামীম সরকার এলাকার চিহ্নিত মাদককারবারী। তার বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। এলাকার শান্তি শৃঙ্খলা স্বাভাবিক করণে ডেভিল হান্ট অপারেশন চলমান। এরই ধারাবাহিকতায় মাদককারবারী শামীম সরকারকে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) দুপুরে গ্রেফতার দেখিয়ে ধৃত আসামিকে বিজ্ঞ জেলা জজ আদালতে প্রেরণ করা হয়েছে। “

আরো পড়ুন