দুপুরে চর্থায় ছয় লাখ টাকা সন্ধ্যায় আমোদ অফিসের গ্লাস চুরি

প্রতিনিধি।
কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকায় রবিবার দিনে দুপুরে আলমিরা থেকে সাড়ে ৬ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। এছাড়া সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর পুরাতন চৌধুরীপাড়া এলাকায় প্রাচীন সংবাদপত্র আমোদ-এর অফিসের জানালার থাই গ্লাস চুরির ঘটনা ঘটেছে।

inside post


নগরীর দক্ষিণ চর্থা এলাকার মো:রেজাউল হক রানার বাড়িতে ৬ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে তিনি রোববার সন্ধ্যায় কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন।
রেজাউল হক রানা জানান, তার বড় ভাইয়ের শাশুড়ি মারা গেছেন। সকালের দিকে তিনি তার পরিবার নিয়ে জানাযার নামাজে অংশগ্রহণ করার জন্য রাজাপাড়া এলাকায় যান। তার স্ত্রী সন্তান বাড়ি ফিরে দেখেন আলমিরা ভেঙে চোরের দল নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।
এদিকে আমোদ অফিসের কেয়ারটেকার নুরে আলম জানান, ৭টা ২৫মিনিটে তিনি তার ছেলেসহ পাশের মসজিদে নামাজ পড়তে যান। পৌনে ৮টার দিকে ফিরে দেখেন অফিসের পূর্ব পাশের জানালার থাই গ্লাস খুলে নিয়ে গেছে চোরের দল।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মইনুল ইসলাম জানান, দুইটি ঘটনা সম্পর্কে জেনেছি। টহল বাড়ানো হবে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন