‘দুর্নীতির প্রভাব ডায়াবেটিস হসপিটালেও পড়েছে’

কুমিল্লায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত 
 প্রতিনিধি ।। 
‘ডায়াবেটিস: সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার ’এ প্রতিপাদ্য নিয়ে কুমিল্লায় উদযাপিত হলো বিশ্ব ডায়াবেটিস দিবস।
১৪ নভেম্বর বৃহস্পতিবার কুমিল্লা ডায়াবেটিক সমিতির উদ্যোগে নগরীর টাউন হলে থেকে একটি র‍্যালি বের হয়ে ঝাউতলা পুলিশ লাইন হয়ে ডায়াবেটিক হাসপাতালে গিয়ে শেষ হয়।
ফিতা কেটে ও বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন কুমিল্লা ডায়াবেটিক সমিতির আহ্বায়ক মোস্তাক মিয়া । এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরে আলম ভূইয়া,  প্রফেসর ডা.অজিত কুমার পাল, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক  জেড. এম. মিজানুর রহমান খান, রাজনীতিবিদ উৎবাতুল বারী আবু,ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা দিলরুবা আক্তারসহ বিভিন্ন নার্সিং শিক্ষার্থী ও নানান পেশার মানুষ ।
র্যালির আগে সংক্ষিপ্ত আলোচনায় ডা দিলরুবা আক্তার বলেন, ডায়াবেটিস নিয়ে  গর্ভবর্তী মায়েরা বিশেষ ভাবে সর্তক এবং সচেতন হতে হবে। সর্তকতা অবলম্বন করলে এবং নিয়মমত হাঁটাচলা ও খাবার খেলে ডায়াবেটিস রোধ করা সম্ভব। আমার ১৭ বছর ধরে ডায়াবেটিস। আমি এখনো সুস্থ আছি কারণ আমি নিয়ন্ত্রিত জীবন যাপন করি।
ডা.অজিত কুমার পাল বলেন, ডায়াবেটিস রোগী মানসিক রোগে আক্রান্ত হয়। আবার মানসিক রোগী ডায়াবেটিসে আক্রান্ত হয় । ডায়াবেটিস আমাদের শরীরের হরমোনের সমস্যাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হতে সহযোগিতা করে।  ডায়াবেটিস দিবসের উদ্দেশ্য হচ্ছে সবাইকে সচেতন করা। যদি আমরা সবাইকে সচেতন করতে পারি তাহলে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে মৃত্যুহার কমানো সম্ভব।
ডায়াবেটিস সমিতির আহ্বায়ক মোস্তাক মিয়া বলেন, গত ১৬ বছরের সরকার যে দুর্নীতি করে গেছেন তার প্রভাব আমাদের ডায়াবেটিস হসপিটালেও নেতিবাচক প্রভাব ফেলেছে। আমাদের সবাইকে একত্রিত হয়ে কাজ করে অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। বক্তব্য শেষে সারাদিন ব্যাপি ফ্রি ডায়াবেটিস পরীক্ষার উদ্বোধন করেন তিনি।
inside post
আরো পড়ুন