দেবিদ্বারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

 

inside post

প্রতিনিধি।।
দেবিদ্বার উপজেলার ফুলতলী গ্রামের  সামাজিক সংগঠন ফুলতলী প্রবাসী কল্যাণ সংস্থা। সোমবার (২৮জুলাই) বিকেলে সংগঠনটি এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে।

ফুলতলী উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান হয়। প্রধান অতিথি ছিলেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন। শুভেচ্ছা জানান এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মাসুদ হাসান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ খলিলুর রহমান, ফুলতলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুল করিম, এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস শাহনাজ চৌধুরী ও ফুলতলী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস সালাম ও মো. হাসেম মিয়াজী প্রমুখ।

আরো পড়ুন