‘দেশপ্রেমিক ও আদর্শ নাগরিক গড়ে তুলতে স্কাউট আন্দোলন এগিয়ে যাচ্ছে’


প্রতিবেদক।।
বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের নৈতিক ও জীবনমুখী শিক্ষা দিয়ে দেশপ্রেমিক আদর্শ নাগরিক গড়ে তুলতে স্কাউট আন্দোলন এগিয়ে যাচ্ছে। এসব কথা বলেন কুমিল্লা জেলার বরুড়া উপজেলার সুদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউটদের দীক্ষা অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্ব অধ্যক্ষ মহিউদ্দিন লিটন।
বরুড়া উপজেলার সুদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট দলের আয়োজনে কাব স্কাউটদের দীক্ষা অনুষ্ঠান বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
সুদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট ইউনিট লিডার ও বাংলাদেশ স্কাউটসের সহকারি লিডার ট্রেইনার মাহবুবুল আলমের পরিচালনায় কাব স্কাউটদের দীক্ষা শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরুড়া উপজেলার সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার জীবন কানাই সরকার, প্রধান স্কাউট ব্যক্তিত্ব ছিলেন বাংলাদেশ স্কাউটস— কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস— কুমিল্লা অঞ্চলের লিডার ট্রেইনার প্রতিনিধি আবদুর রাজ্জাক।
সুদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরতন চন্দ্র দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পয়ালগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহিন উদ্দিন মজুমদার বাবুল, সুদ্রা তৈয়ব আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলাম ভুঁইয়া। এসময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা কাব স্কাউট লিডার খারশেদ আলম, গন্ডামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম খান, দৌঘই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা আক্তার, পেড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা আক্তার, সুদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শিরীন সুলতানা, মোসাম্মৎ মাহমুদা আক্তার, শিমুল চন্দ্র দাস, শুভ্রা রানী দাশ, কামরুন্নাহার নয়ন।
সুদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট ইউনিট লিডার মাহবুবুল আলম জানান, সুদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট দলটি ২০২২ সালে কুমিল্লা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট বিদ্যালয় হিসাবে নির্বাচিত হয়। এ ছাড়াও এই বিদ্যালয় কাব দল থেকে ১৬ জন শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করেছেন। এ বছর ও জাতীয় পর্যায়ে ৭ জন শাপলা কাব মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহন করেন। ষষ্ঠক নেতা জান্নাতুল নাইমা তুষা, হাদিউল ইসলাম তালুকদার, মরিয়ম আক্তার, তৌহিদুল ইসলাম তোহানের নেতৃত্বে কাব স্কাউটদের দীক্ষা শেষে নবাগত দীক্ষা প্রাপ্ত কাব স্কাউটদের মাঝে কাব প্রোগ্রাম বই প্রদান করা হয়।