‘দেশ ও জাতিকে এগিয়ে নিতে তথ্য প্রযুক্তির কোন বিকল্প নেই’


প্রতিনিধি।।
বর্তমান সময় তথ্য প্রযুক্তির যুগ। দেশ ও জাতিকে এগিয়ে নিতে তথ্য প্রযুক্তির কোন বিকল্প নেই। বর্তমান বিশ্বে সবকিছুই তথ্য প্রযুক্তি নির্ভর। ফ্রিল্যান্সিং বর্তমানে একটি স্বাধীন পেশা। ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করে অনেক বেকারের কর্মসংস্থান হচ্ছে। আইটি সেক্টর এখন দেশের রেমিটেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কুমিল্লায় তথ্য প্রযুক্তিকে এগিয়ে নিতে কিছু তরুণ যুবক ডিজিটাল গুরু নামের যে ট্রেনিং সেন্টার চালু করেছে তা মফস্বলে মাইলফলক হয়ে থাকবে।

inside post

বৃহস্পতিবার (৮ মে) কুমিল্লা নগরীর ঠাকুরপাড়ায় এলাকায় আইটি ট্রেনিং সেন্টার ‘ডিজিটাল গুরু’র উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

সাংবাদিক খালেদ সাইফুল্লাহর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সদস্য মনির হোসেন পারভেজ, যুবদলের সহ সভাপতি মঞ্জুরুর রহমান রুবেল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহেদ পান্না, ভিক্টোরিয়া কলেজের সহকারী অধ্যাপক মুহিবুবুর রহমান ছোটন, ডিজিটাল গুরুর প্রধান নির্বাহী রুবেল হাসান, উদ্যোক্তা মনসুর নিজামী প্রমুখ।

ডিজিটাল গুরুতে প্রাথমিক ভাবে ইউটিউব ও এআই অটোমেশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সোস্যাল মিডিয়া মার্কেটিং ও ক্যারিয়ার বিল্ডআপ ইন মার্কেটপ্লেস বিষয়সহ এই ৪টি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

আরো পড়ুন