কুমিল্লায় রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী পালিত

 প্রতিনিধি।।
কুমিল্লায় নানা আয়োজনে পালিত হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ‘‘হৃদয়ে রবীন্দ্রনাথ” ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এবছর আলোচনার প্রতিপাদ্য বিষয়: ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’।
অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস, সিভিল সার্জন ডা.আলী নূর মোহাম্মদ বশীর আহমেদ, গবেষক অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক, গবেষক শ্যামপ্রসাদ ভট্টাচার্য, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবুল হাসনাত বাবুল, সাংবাদিক মোতাহের হোসেন মাহাবুব, জাসাস কুমিল্লার সভাপতি মনজুরুল আলম ভুইয়া প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন নজরুল ইনস্টিটিউট কুমিল্লার মো: আল আমিন হোসেন। আরো উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংগঠক জামিল আহমেদ খন্দকার, সাংবাদিক অশোক বড়ুয়া ও শাহাজাদা এমরান প্রমুখ।

inside post
আরো পড়ুন