কাজী নজরুলের ম্যুরালের পাশে ডাস্টবিন

সাংস্কৃতিক অবহেলার প্রতিচ্ছবি 
inside post
 সাইফুল ইসলাম সুমন।। 
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উচ্চ মাধ্যমিক শাখার পূর্ব পাশে স্থাপিত হয়েছে একটি ম্যুরাল। এটি রানীর দিঘির দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত, যেখানে প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী ও দর্শনার্থী যাতায়াত করেন। কিন্তু এই ম্যুরালের ঠিক পাশেই এখন দেখা যাচ্ছে একটি ময়লার ডাস্টবিন। দৃশ্যত বিষয়টি সামান্য হলেও, এটি জাতীয় পর্যায়ের সাংস্কৃতিক এক অবহেলার প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে বলে শিক্ষক শিক্ষার্থীরা মনে করেন।
শিক্ষার্থী, নগরবাসী ও সংস্কৃতিপ্রেমীরা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের মতে, জাতীয় কবির স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে যেখানে সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া উচিত ছিল, সেখানে এর উল্টো চিত্রই সামনে এসেছে। ডাস্টবিনের কারণে ওই এলাকার পরিবেশ যেমন নষ্ট হচ্ছে, তেমনি কবির প্রতি অসংবেদনশীলতাও প্রকাশ পাচ্ছে।
কলেজের শিক্ষার্থী আক্তার হোসেন বলেন, ডাস্টবিনের ময়লার দুর্গন্ধে এ দিক দিয়ে হাঁটা যায় না। পাশ দিয়ে ভাল মানুষ হেটে গেলেও অসুস্থ হয়ে যাবে।
এ প্রসঙ্গে নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী বলেন, কাজী নজরুল ইসলামের ম্যুরালের পাশে ডাস্টবিন, এটি তো লজ্জাজনক ও নিন্দনীয় কাজ।  তিনি শুধু একজন কবি নন, তিনি আমাদের বিদ্রোহ, সাম্য ও মানবতার প্রতীক। তাঁর মতো একজন মনীষার ম্যুরালের পাশে ময়লার ডাস্টবিন রাখা মানে জাতি হিসেবে আমাদের মানসিক দৈন্য প্রকাশ পায়।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার ভূঁঞা বলেন, ডাস্টবিনটি এখানে থাকার কারণে ময়লার দুর্গন্ধে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের এখান দিয়ে চলাচল দুষ্কর হয়ে যায়। ডাস্টবিনের পাশেই ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল। সেখানে কোমলমতি শিশুরা ময়লার দুর্গন্ধে ক্লাস করতে পারছেন না।
তিনি বলেন, কাজী নজরুল ইসলামের ম্যুরালের পাশে ডাস্টবিন। এটি জাতীয় পর্যায়ের সাংস্কৃতিক এক অবহেলার প্রতিচ্ছবি। আমরা নগর কর্তৃপক্ষকে কয়েকবার অবহিত করেছি। তারা এখনো কোন ব্যবস্থা নেয়নি। ডাস্টবিনটি যদি এখান থেকে সরিয়ে নেয়া হয় তাহলে এ এলাকার পরিবেশের ভারসাম্য ফিরে পাবে বলে আমি মনে করি।
কুমিল্লা সিটি কর্পোশনের নির্বাহী প্রকৌশলী মো. আবু সায়েম ভূইঁয়া বলেন, নগরীতে যে সকল ডাস্টবিন রয়েছে সেগুলোকে আমরা আগামী বাজেটে পরিমার্জন করবো। ডাস্টবিনের উপরে ছাউনি দেয়া হবে যেন সেখান থেকে ময়লা ও দুর্গন্ধ বাইরে না বের হয়।
নগরবাসীর প্রত্যাশা, নগর কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে। অবিলম্বে ডাস্টবিনটি স্থানান্তর করে ম্যুরালের আশপাশ পরিষ্কার ও সজ্জিতের পর সুন্দর পরিবেশ তৈরি করা জরুরি।
আরো পড়ুন