চাঁদপুরের পাঁচ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী চূড়ান্ত


চৌধুরী ইয়াসিন ইকরাম, চাঁদপুর#
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসনে প্রার্থী চূড়ান্ত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে তৃতীয় ধাপে প্রার্থীদের সাক্ষাৎকার ও প্রাথমিক যাচাই-বাছাই শেষে এই ৫ আসনে প্রার্থী চূড়ান্ত করে কেন্দ্রীয় কমিটি।
বুধবার (১৩ আগস্ট) বিকেলে এই তথ্য নিশ্চিত করেন সংগঠনের চাঁদপুর জেলা সভাপতি মাওলানা মাকসুদুর রহমান।
তিনি বলেন, গত সোমবার (১১ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় মিডিয়া সেল থেকে এ তথ্য জেলা কমিটির কাছে পাঠানো হয়। তবে আমাদের সংগঠনের পক্ষ থেকে নির্বাচনী এলাকায় সব সময় দাওয়াতি ও সেবামূলক কাজ অব্যাহত রয়েছে।
তিনি আরো বলেন, এর আগে কুমিল্লা বিভাগের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে একান্ত সাক্ষাতে অংশ নেন কেন্দ্রীয় নেতারা। প্রার্থীদের নির্বাচনী আসনের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও স্থানীয় পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে প্রতিটি আসনের জন্য একজন করে প্রার্থী চূড়ান্ত করা হয়।
পাঁচটি আসনে চূড়ান্ত প্রার্থীরা হলেন-চাঁদপুর-১ (কচুয়া) আসনে উজানীর ক্বারী ইব্রাহিম (রহ)-এর নাতি ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় সদস্য মুফতি ওমর ফারুক ইব্রাহিমী। চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে সংগঠনের কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ সম্পাদক মুফতি মানসুর আহমেদ সাকী। চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে সংগঠনের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন। চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে সংগঠনের কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক সম্পাদক আল্লামা মকবুল হোসাইন। চাঁদপুর-৫ (হাজিগঞ্জ শাহারাস্তি) আসনে সংগঠনের হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী।