কচুয়ায় কুপিয়ে বাবার মাথা বিচ্ছিন্ন

চৌধুরী ইয়াসিন ইকরাম,  চাঁদপুর #

চাঁদপুরের কচুয়া উপজেলায় গাছের চারা রোপণে বাধা দেয়ায় বৃদ্ধ বাবাকে কুপিয়ে মাথা বিচ্ছিন্ন করে দিয়েছে  ছেলে মোহাম্মদ হোসাইন (২৮)।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার বাইছারা নোয়াপাড়া গ্রামের প্রধানীয়া বাড়িতে এ ঘটনাটি ঘটে। ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ছেলে হোসাইনকে পার্শ্ববর্তী সফিবাদ গ্রাম থেকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য মো: রুহুল আমিন জানান, মোহাম্মদ হোসাইন দীর্ঘদিন কুয়েতে ছিলেন এবং তিনি একজন কোরআনে হাফেজ। কিছুদিন পূর্বে মানসিক সমস্যার কারণে তার স্ত্রীকে সে তালাক দেয়।

ঘটনারদিন বিকেলে হোসাইন নিজ বাড়ির সামনে উঠানে তালের চারা রোপণ করতে গেলে তার বৃদ্ধ বাবা আব্দুল খালেক বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে হোসাইন তার গৃহে থেকে দেশীয় ধারালো দা দিয়ে গলায় উপর্যপুরী কুপিয়ে মাথা বিচ্ছিন্ন করে ফেলে।

বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানার অফিসার ইনচার্জ মো: আজিজুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অভিযুক্ত যুবক হোসাইনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

inside post
আরো পড়ুন