‘আলোকিত মানুষ একটি দেশকে আলোকিত করতে পারেন’


কুমিল্লা দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে একটি নতুন স্কুলের উদ্বোধন করা হয়েছে। নতুন জেনেক্স মডেল স্কুলটি শনিবার ইলিয়টগঞ্জ বাজার সংলগ্ন ক্যাম্পাসে উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে বিদ্যালয়ের চেয়ারম্যান আনিছুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব আনোয়ার ফারুক কুহিনূর।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন আনন্দ, প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক মহসিন আলম মুন্সী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএম মিজান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিদ্যালয় ভর্তিকৃত প্রথম ১০ জন শিক্ষার্থীকে দেওয়া হয় বিশেষ পুরস্কার।