কুমিল্লা আইডিয়াল কলেজে অভিভাবক সমাবেশ

inside post

 প্রতিবেদক।।
শিক্ষার্থীদের পড়ালেখার মানন্নোয়নের লক্ষ্যে কুমিল্লা শহরের বাগিচাগাঁও অবস্থিত কুমিল্লা আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে কলেজ অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়।


এতে প্রধান অতিথি ছিলেন কলেজ সভাপতি বিশিষ্ট সমাজসেবক শাহ্ মো. আলমগীর খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতার কুমিল্লার নাট্য প্রযোজক সৈয়দ বিলাল উদ্দিন, অভিভাকদের মধ্য থেকে বক্তব্য রাখেন— বাজগড্ডা রাবেয়া মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক মোহাম্মদ আজিম খাঁন রাজু, গোমেতি সংবাদের প্রকাশক ও সম্পাদক মো. মোবারক হোসেন, কমলাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. খলিলুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অচিন্ত দাস টিটু।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন— কুমিল্লা আইডিয়াল কলেজ একটি ব্যতিক্রমধর্মী আদর্শ প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান আপনাদের সন্তানদের সফল সমৃদ্ধ শিক্ষাজীবন ও সুন্দর ভবিষৎ নিশ্চিত করার লক্ষে কাজ করছে।
মোহাম্মদ আজিম খাঁন রাজু বলেন, ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ তৈরি করার জন্য অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীর সমন্বয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে ও শিক্ষার্থীদেরকে মানবীয় গুণাবলী ভালো মানুষ তৈরি করতে হবে।
কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন— আপনাদের সন্তানকে কলেজে নিয়মিত উপস্থিত ও শ্রেণির পাঠগ্রহণে উৎসাহ দিবেন। একজন শিক্ষার্থীর সার্বিক উন্নতির জন্য পড়াশোনার পাশাপাশি প্রয়োজন শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ, সময়নিষ্ঠা এবং নিয়মিত যোগাযোগ। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবক ভূমিকা অপরিহার্য।
মো. মোবারক হোসেন বলেন, শিক্ষকদের প্রতি আমার অনুরোধ,শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল হবেন, তাদের সম্ভাবনা খুঁজে বের করবেন। যেসব শিক্ষার্থী দুর্বল—তাদের প্রতি একটু বেশি মনোযোগ দিলে তারাও এগিয়ে যাবে।
ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইনের পরিচালনায় অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন— পর্দাথবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমতিয়া মজুমদার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারি অধ্যাপক আদনান ছাত্তার মজুমদার, বিজ্ঞান বিভাগের ইনচার্জ জাবেদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন প্রভাষক ফাহিমা আক্তার, মো. জাবেদ হোসেন, নিশাত মাহমুদ, মিঠুন মজুমদার, আব্দুল্লাহ আল মামুন, শারমিন আক্তার, নাহিন আক্তার, অনন্যা ব্যানার্জি. তাহমিনা আক্তারসহ অভিভাবকরা।

আরো পড়ুন