তালের বীজ লাগানোর উৎসবে ২৬প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

inside post

মহিউদ্দিন মোল্লা।।
তালের বীজ লাগানোর উৎসবে অংশ নিয়েছেন কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের ২৬প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী ও এলাকাবাসী। বৃহস্পতিবার বিকালে তারা এই উৎসবে অংশ নেন। বজ্রপাত প্রতিরোধ,পরিবেশের ভারসাম্য ও পুষ্টিকর ফল তাল পেতে এই উদ্যোগ নেয়া হয়। এই উৎসব ছড়িয়ে পড়ে ইউনিয়নের ৩৪টি গ্রামে।
সরেজমিন গিয়ে দেখা যায়,আনন্দপুর কলেজের পাশের সড়কে তালের বীজ লাগাচ্ছেন গ্রামের মানুষ। তাদের নির্দেশনা দিচ্ছেন এই তাল বীজ লাগানোর উদ্যোক্তা তিতুমীর কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খান। এছাড়া বল্লভপুর,ধনুয়াখলা,কালিবাজারসহ বিভিন্ন গ্রামের সড়কের পাশে শিক্ষার্থী ও গ্রামবাসীর তাল বীজ লাগানোর দৃশ্য চোখে পড়ে।


শিক্ষার্থী ফরহাদ হোসেন,ইলিয়াছ খান তানিম,বল্লভপুর গ্রামের বাসিন্দা মীর আহমদে খান ও মেহেদী হাসান বলেন, গত তিন বছর ধরে আমরা তালের বীজ লাগাই। গত দুই বছরে ১০ হাজার, এই বছর ২০ হাজার বীজ লাগানো হয়েছে। আগামী তিন বছরে আরো ৭০ হাজার তালের বীজ লাগানোর পরিকল্পনা রয়েছে।
ধনুয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোজিনা ইয়াছমিন ও আনন্দপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ উম্মে নাসরিন নূর বলেন, এই উদ্যোগে আমাদের ইউনিয়নের ১৭টি প্রাথমিক বিদ্যালয়,তিনটি হাই স্কুল,তিনটি মাদ্রাসা ও ৩টি কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। সবাই উৎসবের আমেজে বীজ সংগ্রহ করে এনে সড়কের দ্বারে পুকুর পাড়ে ও স্কুলের মাঠের পাশে লাগিয়েছেন।


সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খান বলেন, ৭০এর দশকে আমাদের পাশের ধনুয়াখলা গ্রামে বজ্রপাতে একদিনে ৮জন মানুষ মারা যান। তখন আমি স্কুলে পড়ি। বিষয়টি আমাকে খুব নাড়া দেয়। সেই থেকে বাড়িতে ও গ্রামের সড়কের পাশে তালের বীজ লাগাই। এখন অবসরে আছি। মা-বাবার নামে আবেদা- আশরাফ ফাউন্ডেশন ও আশরাফিয়া নুরানি হিফজুল কোরআন মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছি। এই প্রতিষ্ঠান গুলোর উদ্যোগে এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকাবাসীর সহযোগিতা নিয়ে বড় আকারে তালের বীজ লাগানোর পরিকল্পনা করি। এই এলাকার ব্রজপাতে মৃত্যুর হার কমাতে এক লাখ তালের বীজ লাগানোর পরিকল্পনা রয়েছে।
আদর্শ সদর উপজেলার কৃষি অফিসার নিজাম উদ্দিন খান বলেন, প্রফেসর মোহাম্মদ এনামুল হক খান ও এলাকার শিক্ষক,শিক্ষার্থী ও সাধারণ মানুষের তালের বীজ লাগানোর উদ্যোগ অনেক চমৎকার। তাল গাছ বজ্রপাত প্রতিরোধ করে, এতে পরিবেশের ভারসাম্য রক্ষা হয়। আমরাও বিভিন্ন সময়ে তাল বীজ লাগানোর বিষেয়ে কৃষকদের উদ্বুদ্ধ করছি।

আরো পড়ুন