`সাদা ছড়ি দৃষ্টি প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়নের প্রতীক’

প্রতিবেদক।।

বিশ্ব সাদা ছড়ি দিবসের সভায় বক্তারা বলেছেন, সাদা ছড়ি শুধু অন্ধত্বের প্রতীক নয় বরং সাদা ছড়ি দৃষ্টি প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়নের প্রতীক। সাদা ছড়ি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনে এনেছে কাঙ্ক্ষিত পরিবর্তন, এনেছে আত্মবিশ্বাস আর মুক্ত স্বাধীনভাবে নির্বিঘ্নে চলাচলের ক্ষমতায়ন। বক্তারা আগামীতে এদেশে প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের অধিকার রাষ্ট্রীয় পর্যায়ে স্বীকৃতি পাবে এবং দেশমাতৃকার উন্নয়নে মূল স্রোতধারায় তাদের অংশগ্রহণ সুনিশ্চিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। জেলা সমাজসেবা অধিদপ্তর এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, কুমিল্লার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়।
দৃষ্টি প্রতিবন্ধী নিরাপত্তা দিবসের এবারের প্রতিপাদ্য – ‘সাদা ছড়ির আধুনিকায়ন/দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন ‘। এ প্রতিপাদ্যকে ধারণ করে এ সভায় বক্তব্য রাখেন প্রত্যয় সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার, কনসালটেন্ট ডা. মামুন,পেইজ ডেভেলপমেন্ট সেন্টারের নির্বাহী পরিচালক মোঃ ইউনুস, ওয়াইডব্লিউসিএ এর সাধারণত সম্পাদক আইরিন মুক্তা অধিকারী, দৃষ্টিহীন কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. খালেকুজ্জামান ও নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সৈয়দ মোশাররফ হোসেন। সভার শুরুতে ৩টি ধর্ম গ্রন্থের মর্মবাণী পাঠ করা হয়।
সভায় কুমিল্লা জেলায় মোট ১৭ হাজার ৪ শ ১০জন দৃষ্টি প্রতিবন্ধী রয়েছে বলে জানানো হয়। সভার এক পর্যায়ে সঙ্গীত পরিবেশন করেন দৃষ্টি প্রতিবন্ধী শিশুরা।
সভার শেষ পর্যায়ে ৪৬ জন দৃষ্টি প্রতিবন্ধী মানুষের মাঝে সাদা ছড়ি বিতরণ করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম।