দৈয়ারায় ইফতার মাহফিল

উপজেলা রিপোর্টার,চৌদ্দগ্রাম।।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের ঐতিহ্যবাহী দৈয়ারা নূরানী হাফেজিয়া ও ইবতেদায়ী মাদ্রাসার সাবেক ছাত্র সংসদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৯ মার্চ) মাদ্রাসা হলরুমে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান মেহমান ছিলেন বসন্তপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওঃ সেলিম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক শাহাবুদ্দিন আহমাদ। হাফেজ মামুনের সভাপতিত্বে ও হাফেজ বোরহান উদ্দিন মজুমদারের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি হেদায়েত উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাতিসা ইউনিয়ন জামায়াত আমীর মাওঃ রাশেদুল হাসান জাহাঙ্গীর ও আল মক্কা ট্রাভেলস এর পরিচালক মুফতি খোরশেদ আলম। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসা সেক্রেটারি প্রফেসর ওলিউল আজম লিটন, সদস্য জাহাঙ্গীর আলম, ডা. মোঃ মোস্তফা কামাল মিলন, মাদ্রাসার প্রধান শিক্ষক মাওঃ মফিজুল ইসলাম, চাঁন্দকরা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কামাল উদ্দিন, সাবেক ছাত্র সংসদের সহ-সভাপতি হাফেজ আতিকুল্লাহ, সেক্রেটারী দ্বীন মোহাম্মদ প্রমুখ।
ইফতার মাহফিলে মাদ্রাসার প্রতিষ্ঠা থেকে এখন পর্যন্ত বিদায় হওয়া বিভিন্ন সেশনের প্রায় ২শত হাফেজ ছাত্র অংশগ্রহণ করেন।