‘হিংসা বিদ্বেষ ভুলে বাংলাদেশ গড়াই আমাদের প্রত্যয়’

বৈষম্য বিরোধী আন্দোলন কুমিল্লা মহানগর শাখার সদস্য সচিব  ও জুলাই আন্দোলনে কুমিল্লার অন্যতম সমন্বয়ক রাশেদুল হাসান বলেন, সম্প্রীতির বন্ধন মজবুত করে আগামীর কুমিল্লা গড়বে তরুণ প্রজন্ম। হিংসা বিদ্বেষ ভুলে বাংলাদেশ গড়াই আমাদের প্রত্যয়।

inside post

রোববার সন্ধ্যায় নগরীর একটি পার্টি সেন্টারে জুলাই অভ্যুত্থানের সহকর্মী, রাজনৈতিক ও সমাজ চিন্তকদের সাথে মতবিনিময় ও ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাশেদ বলেন, দেশের অপরিহার্য প্রয়োজনে স্বৈরাচারের পতন নিশ্চিত করতে  এ দেশের ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়েছিল। অপ্রতিরোধ্য ছাত্রশক্তিকে পরাভূত করতে ব্যর্থ সরকার নিজেই পালিয়ে গেছে। তরুণ প্রজন্ম নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমেই বাংলাদেশ গড়বে।

মতবিনিময় সভায় শহীদ আহতদের জন্য দোয়া কামনা এবং দেশ ও জাতির জন্য মোনাজাত করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানানো হয়।

-প্রেস বিজ্ঞপ্তি।

আরো পড়ুন