দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরতে সরকার ব্যর্থ হয়েছে
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সারাদেশে ছাত্র, যুব,শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দসহ ভিন্নমতের ওপর দমন নিপীড়ন ও হামলার অভিযোগ এনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে গণ অধিকার পরিষদ কুমিল্লা জেলা শাখা। শুক্রবার (৩ জুন) কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকায় এই কর্মসূচি পালন করে তারা।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তার লাগাম টেনে ধরতে সরকার ব্যর্থ হয়েছে। সরকারের সদিচ্ছা থাকলে দ্রব্যমূল্য সীমা ছাড়াতো না। আজ দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ দিশেহারা। অবিলম্বে দ্রব্যমূল্য কমিয়ে আনতে হবে।
বক্তারা বলেন, মানুষের অধিকার আদায়ের প্রতিজ্ঞা নিয়ে গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠিত। এই নুরের ( ভিপি নুর) আলোয় আলোকিত হবে বাংলাদেশ।
কর্মসূচিতে উপস্থিতি ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস হৃদয় ও নাজমুল হাসান, জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র দায়িত্বশীল মো. ফয়েজ উল্লাহ, নাজমুল ইসলাম, আলমগীর হোসেন, শহিদুল ইসলাম, মহানগর শাখার আহ্বায়ক রহমত আলী ভূইয়া, ছাত্র অধিকার পরিষদের উত্তর, দক্ষিণ এবং মহানগর শাখার নেতৃবৃন্দ।