ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড করায় লাকসামে ছাত্রলীগের আনন্দ র‌্যালি

আমজাদ হাফিজ, লাকসাম॥

inside post

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করায় লাকসামে আনন্দ র‌্যালি করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে লাকসাম উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের আয়োজনে এ আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি লাকসাম উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়ে লাকসাম দৌলতগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন লাকসাম উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন সানি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষার, পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাইফ খাঁন স্বাধীন, সাধারণ সম্পাদক কাউছার আহমেদ প্রমুখ।

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সরকারমন্ত্রী মোঃ তাজুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, বর্তমান সরকার নারী ও শিশু নির্যাতন দমনে বদ্ধপরিকর। সাম্প্রতিক পরিস্থিতিতে ‘নারীর প্রতি সহিংসতা’ ভয়াবহ আকার ধারণ করায় সরকারের নীতি নির্ধারকেরা এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সংশোধিত আইনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নির্ধারণ করেছেন।’ এসময় তারা বিএনপি-জামায়াত নেতাকর্মীদেরকে সাম্প্রতিক পরিস্থিত নিয়ে অপ-রাজনীতি বন্ধের আহবান জানান।

আরো পড়ুন