নতুন ঘর উপহার পেয়ে খুশি দরিদ্র অটোচালক

প্রতিনিধি।।

কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের নানকরা পূর্বপাড়া গুচ্ছগ্রামে পরিবার নিয়ে বসবাস করতে অটোচালক রতন। অতিবৃষ্টির কারণে ভেঙে পড়ে মাটির দালান ঘরটি। চার সন্তান নিয়ে ঠাঁই হয় খোলা আকাশের নিচে। নতুন ঘর নির্মাণে টাকা নেই তাঁর। এক পর্যায়ে স্থানীয় নানকরা ফাউন্ডেশনের কাছে সহায়তা চান রতন। ফাউন্ডেশনের সদস্যরা সম্মিলিত সিদ্ধান্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমাজের বিত্তবান ও প্রবাসীদের নিকট অর্থ পাঠানোর আহবান জানায়। প্রবাসী ও মানবিক মানুষের দেয়া অর্থায়নেই নতুন বসতঘর নির্মাণ করে দেয় নানকরা ফাউন্ডেশন।
গতকাল ঘর হস্তান্তরকালে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা আইয়ুব আলী পাটোয়ারী। চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের প্রতিষ্ঠাতা মোঃ হোসেন নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ মোশাররফ হোসেন, জাহাঙ্গীর হোসেন শাহেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ কে আজাদ রাসেল, পাঁচরা জনকল্যাণ সংস্থার সভাপতি নুর মোহাম্মদ সুমন, স্থানীয় ইলিয়াছ পাটোয়ারী, সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ, ব্যবসায়ী আবুল হাশেম, ব্যবসায়ী জয়নাল মজুমদার, নানকরা ফাউন্ডেশনের আলমগীর হোসেন, হাসান পাটোয়ারী।
নতুন ঘর পেয়ে অটোরিকশা চালক মোঃ রতন বলেন, ‘গত ১৮ জুন অতি বৃষ্টিতে আমার থাকার মাটির ঘরটি ভেঙে যায়। নানকরা ফাউন্ডেশনের কাছে সহায়তা চেয়েছি। তারা আমার পরিবারকে একটি নতুন ঘর উপহার দিয়েছে। মহান রবের দররবারে নানকরা ফাউন্ডেশনের সকলের জন্য দোয়া করছি।’