নতুন পোষাক ও ব্যাগ পেয়ে খুশি নবীন শিক্ষার্থীরা
প্রতিনিধি।
কুমিল্লার চান্দিনা ডা. ফিরোজা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের মাঝে কলেজ ড্রেস, ব্যাগ ও বিশুদ্ধ পানির পাত্র বিতরণ করা হয়। কলেজে গিয়ে নতুন পোষাক ও ব্যাগ পেয়ে খুশি শতাধিক শিক্ষার্থী।
বুধবার বিদ্যালয়টির নতুন কলেজ শাখার একাদশ শ্রেণীর পাঠদান কার্যক্রম উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের ওই উপহার প্রদান করেন পরিচালনা পর্ষদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি। প্রধান অতিথির বক্তব্যে বিশ্ব শিক্ষক ফেডারেশন সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক মাহফুজা খানম বলেন- চান্দিনায় জন্ম নেয়া ডা. ফিরোজা বেগম এশিয়া মহাদেশের প্রখ্যাত গাইনোকলজিস্ট ছিলেন। তাঁর প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি আজ কলেজে রূপান্তর হয়েছে। তোমরা বেশি বেশি বই পড়ে ডা. ফিরোজা বেগম এর মতো আলোকিত মানুষ হবে।
এসময় বিশেষ অতিথির বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি শিক্ষক অধ্যাপক হারুনুর রশিদ, চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল, থানা অফিসার ইন-চার্জ সাহাবুদ্দীন খাঁন, বিদ্যালয়ের দাতা সদস্য সৈয়দ ফয়েজুর রহমান। বক্তৃতা করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ খুর্শীদ আলম, প্রভাষক কারিমুননেছা, শিক্ষার্থী টিনা পাল।