নবীনগর – শিবপুর – রাধিকা মহাসড়কে বেপরোয়া গতি রোধে মানববন্ধন
মোহাম্মদ হেদায়েতুল্লাহ, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)।
ব্রাহ্মণবাড়িয়ার, নবীনগর – শিবপুর – রাধিকা মহাসড়কে যানবাহন চালকদের বেপরোয়া গতিতে চলাচল রোধে যানবাহন চালক ও পথচারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ পয়েন্টে জেব্রা ক্রসিং ও স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন করছেন শিবপুর – রাধিকা – নবীনগরের সর্বস্তরের জনগণ ।
শুক্রবার বিকেলে শিবপুর কলেজ মোড়ে,
শিবপুর- রাধিকা নবীনগরের সর্বস্তরের জনগণের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে জেব্রা ক্রসিং ও স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন শামীম আহমেদ দুধু মেম্বার, শিবপুর দারুল উলূম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি
মোঃ কামাল উদ্দিন, শিবপুর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদেকুল ইসলাম মোল্লা, কাজী তাজউদ্দিন, ফারুকুল ইসলাম বিল্লাল মাস্টারসহ আরো অনেকে।
বক্তৃতায় নেতারা বলেন,এই রোড চালু হওয়ার পর থেকে, প্রাইভেট কার, সিএনজি, মোটরসাইকেল, অটোরিক্সা, ট্রাকসহ বিভিন্ন যানবাহন বেপোয়ারা গতিতে চলার কারণে দুর্ঘটনা ঘটছে প্রতিদিনই।
এই পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে।