নাঙ্গলকোটে মাছ ধরতে গিয়ে বন্যার পানিতে মৃত্যু

প্রতিনিধি।।
কুমিল্লার নাঙ্গলকোটে বন্যার পানিতে তলিয়ে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২১ আগস্ট) রাতে তার মৃত্যু হয়। নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দেবদাস দেব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই ব্যক্তি নাঙ্গলকোট পৌরসভার দাউদপুর এলাকার বাসিন্দা কেরামত আলী (৪৫)।
জানা গেছে, মাছ ধরতে গিয়ে স্থানীয় একটি ব্রিজের নিচে তলিয়ে যায় কেরামত আলী। প্রবল স্রোতে অদৃশ্য হয়ে গেলে স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি শুরু করে। কিছু সময় পর ঘটনাস্থলের অদূরে তার লাশ ভেসে উঠে। সবাই তাকে উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দেব দাস দেব বলেন, রাত ১২ টার দিকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয় তাকে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে পরিবার তার লাশ নিয়ে যায়। তিনি মাছ ধরতে গিয়ে পিছলে পড়ে স্রোতের কারণে আর উঠতে পারেননি বলে জানতে পেরেছি।
inside post
আরো পড়ুন