নারী তুমি   জান্নাতুল ফেরদৌসী 

নারী তুমি কথায় কথায় কাঁদো 
আবার খিলখিলিয়ে অট্টহাসি হাসো,
নারী তুমি ছলচাতুরী জানো
তুমি যে নারী সেটাও তো মানো।
নারী তুমি মমতাময়ী
বকবক কতোই না করো
আবার বকবকানি দিয়েও
বিশ্ব জয় করো।
নারী তুমি অকর্মের ঢেঁকি
আবার তোমার ছবিই রং তুলিতে আঁকি,
নারী তুমি জীবনটাকে করেছো বরবাদ
আবার তুমিই সুখের আশাবাদ।
নারী তুমি সমালোচনায় মধ্যমনি
আবার তুমি বাবার সম্মানের খনি,
নারী তুমি অপয়া অলক্ষ্মী
তুমিই আবার জয়ের দুরন্ত পক্ষী।