নিখোঁজের দুদিন পর কবরস্থানে রাজমিস্ত্রির মরদেহ

প্রতিনিধি ।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে নিখোঁজের দুদিন পর ফারুক মুন্সি(৩৫) নামের একজন রাজমিস্ত্রির মরদেহ কবরস্থান থেকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৮ আগস্ট) উপজেলা চান্দলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের কবরস্থান থেকে তার মরদহে উদ্ধার করা হয়। এর আগে গত ৬ আগস্ট দুপুর থেকে তিনি নিখোঁজ হন। ফারুক মুন্সি ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা জাকির মেম্বারের বাড়ির মৃত খোরশেদ মুন্সির ছেলে। প্রবাস থেকে ফারুক নিজ এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন।
পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজের পরে তার স্ত্রী রেহানা বেগম আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজির করেন। না পয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। শুক্রবার সকালে চান্দলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে একটি কবরস্থানের পাশে ফারুক মুন্সির মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরিবারের লোক ফারুক মুন্সির লাশ শনাক্ত করে।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, ফারুক মুন্সি দুদিন ধরে নিখোঁজ ছিল। তার স্ত্রী থানা একটি সাধারণ ডায়েরি করেছেন। এলাকাবাসী তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
