পদুয়ার বাজার বিশ্বরোডে খায়রুল আতঙ্কে মানুষ

অফিস রিপোর্টার।।
কুমিল্লা নগরী ২২নং ওয়ার্ড পদুয়ার বাজার বিশ্বরোডে খায়রুল নামের এক তরুণের অত্যাচারে আতঙ্কে সাধারণ মানুষ। সে অস্ত্র মহড়া দিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালায় বলে অভিযোগ রয়েছে। কিছুদিন পূর্বে হোটেল নূরজাহানের বিপরীতে হাজী মার্কেটের পিছনে  অবকাশ স্টোরের মালিক আলমগীর হোসেনের দোকানের ভিতরে ভাড়াটিয়াদের উপর হামলা করেন। কুমিল্লা নগরীর শ্রীভল্লবপুর পূর্ব পাড়া খোকন মিয়ার ছেলে খায়রুল হাছান শুভ, একই এলাকার আবুল মিয়ার ছেলে কানা সবুজসহ সন্ত্রাসী বাহিনীএঘটনা ঘটায়। খায়রুল হাছান শুভ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, চুরি, ছিনতাই, অপহরণ, মাদকসহ অসংখ্য মামলা রয়েছে। খায়রুলের বাহিনী নিয়ে কুমিল্লা পদুয়ার বাজার
বিশ্বরোড অবকাশ স্টোরে ভিতরে প্রবেশ করে অস্ত্র মহড়া দিয়ে, নগদ ৮০ হাজার টাকা ও একটি এন্ড্রয়েড মোবাইল কেড়ে নিয়ে যান।  ভুক্তভোগীরা ৯৯৯ এ কল দিলে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার টহল পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেন । মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়াতে  খায়রুলের অস্ত্রের মহড়ার ভিডিও প্রকাশ হয়। এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানান সন্ত্রাসী খায়রুলকে গ্রেফতার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছেন, দ্রুত তাকে গ্রেফতার করা হবে। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন খায়রুলের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া দিন।
মার্কেটের মালিক জাহাঙ্গীর আলম বলেন, নিরাপত্তাহীনতা ভুগতেছেন আমার ভাড়াটিয়া। এই সন্ত্রাসীকে দ্রুত আইনের আওতায় আনার জন্য দাবি জানান তিনি ।

inside post
আরো পড়ুন