পৌরসভা নির্বাচনে কুমিল্লার চান্দিনায় নৌকার জয়

 

inside post

আবু সুফিয়ান রাসেল।।

কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনে বেসরকারি ফলাফল অনুযায়ী নৌকা
প্রতীক বিজয়ী হয়েছে। শনিবার সন্ধ্যায় বেসরকারি চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।
সূত্রমতে, নৌকা প্রতীকে ৯ হাজার ৪৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী
লীগ মনোনীত প্রার্থী মো. শওকত হোসেন ভূঁইয়া। জগ প্রতীকের স্বতন্ত্র
প্রার্থী মো. শামীম হোসেন পেয়েছেন তিন হাজার ১৫৫ ভোট। ধানের শীর্ষ
প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী শাহ মো. আলমগীর খান
পেয়েছেন দুই হাজার ৬৯৫ ভোট। হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ
মনোনীত প্রার্থী কাজী রেজাউল করিম ৯৪৪ ভোট পেয়েছেন। সবচেয়ে কম ভোট
পেয়েছেন ছাতা মার্কার এলডিপির মনোনীত প্রার্থী জামশেদ আহমেদ ১৮৯
ভোট।
এদিকে সাধারণ কাউন্সিল পদে ১নং ওয়ার্ড আকতার আহমেদ নাদিম, ২নং ওয়ার্ডে
আবু কাউসার, ৩নং ওয়ার্ডে নাজমুল হাসান, ৪নং ওয়ার্ডে কামাল হোসেন, ৫নং
ওয়ার্ডে কাজী তোফায়েল আহমেদ জনি, ৬নং ওয়ার্ডে নজরুল ইসলাম, ৭নং
ওয়ার্ডে আব্দুস ছালাম, ৮নং ওয়ার্ডে আব্দুর রব, ৯নং ওয়ার্ডে দুলাল মিয়া এবং
সংরক্ষিত ১নং ওয়ার্ডে মোর্সেদা আক্তার, ২নং ওয়ার্ডে আমেনা আক্তার, ৩নং
ওয়ার্ডে শাহানাজ পারভীন বিজয়ী হন।
এদিকে ভোটের ফলাফল ঘোষণার পরে ইভিএমে স্থুল কারচুপির অভিযোগ এনে সংবাদ
সম্মেলন করেন জগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ শামীম হোসেন। তিনি বলেন,
ইভিএমে স্থুল কারচুপি হয়েছে। যে কারণে তিনি পরাজিত হয়েছেন।
উল্লেখ্য, চান্দিনা পৌর এলাকায় মোট ভোটার ৩১ হাজার ৮৪৮জন। প্রদত্ত ভোটের
সংখ্যা ১৬ হাজার ৪৯৩ জন। যা মোট ভোটারের মধ্যে ৫১.৭৯ শতাংশ।

 

আরো পড়ুন