প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ১৯ জানুয়ারি বিভিন্ন গণমাধ্যমে ‘সিলিং ফ্যানে ঝুলছিল ইন্টার্ন চিকিৎসকের লাশ, পাশে চিরকুট’ এই শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। যেখানে আমার সাথে কথা না বলেই অনেক গণমাধ্যমে কোড করে সংবাদ প্রকাশ করেছে। যা একেবারেই মনগড়া। ভুলভাবে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা জানাই।
সাম্প্রতিক সময়ে কুমিল্লা মেডিকেল কলেজে আমার প্রিয় ছাত্র মিনহাজের মৃত্যুকে কেন্দ্র করে কোন বিষয়ে কিংবা উক্ত ঘটনায় কারো সাথে আমি ব্যক্তিগত ভাবে সম্পর্ক রাখিনা। তাই মৃত্যুর কারণ ব্যক্তিগত, মানসিক, পারিবারিক কিংবা অন্য কোন কারণে কিনা, তা আমার জানা থাকবার কথা নয়। আমি তা জানিও না। এই মর্মে আমি কাউকে কোন বিবৃতি কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে কোন স্ট্যাটাস ও কমেন্ট প্রদান করিনি। তাই যেসব গণমাধ্যম আমার উদ্ধৃতি দিয়ে সংবাদ প্রকাশ করেছে। এই কাজটা অবিবেচনাপ্রসূত হয়েছে। পাশাপাশি এই ভুল সংবাদের কারণে মিনহাজের পরিবার, বন্ধু, প্রিয়জনের অনুভূতিতে আঘাত লেগে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমার প্রিয় ছাত্র মিনহাজের বিদেহী আত্মার শান্তি কামনা করি। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
মোহাম্মদ আবু নাঈম
চিকিৎসক
কুমিল্লা মেডিকেল কলেজ।