প্রতিষ্ঠাবার্ষিকীতে রঙিন বাইউস্ট ক্যাম্পাস

প্রতিনিধি।।
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির (বাইউস্ট) স্থায়ী ক্যাম্পাসে দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বাংলা নববর্ষ অনুষ্ঠান উদ্যাপিত হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার (১৫ এপ্রিল) কুমিল্লার আদর্শ সদর উপজেলার সৈয়দপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বাইউস্ট কালচারাল ক্লাবের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন বাইউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন। এসময় উপস্থিত ছিলেন বাইউস্টের রেজিস্ট্রার লে. কর্নেল খন্দকার মাহমুদ হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক লে. কর্নেল শাব্বির আহমেদ সিদ্দিকী (অব.), বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষকম-লী, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাইউস্ট কালচারাল ক্লাবের উপদেষ্টা ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সালমা পারভিন সুমা।
শিক্ষার্থী সুমাইয়া আক্তার বীথি,সাদিয়া প্রমি,রাত্রি দে ও তাফসির আহমেদ মাহি বলেন, আমাদের ক্যাম্পাসে দুইটা উৎসব একসাথে উদ্যাপিত হচ্ছে। এখানে নবীন প্রবীণের মেলা বসেছে। মেলায় ঘুরছি ছবি তুলছি,ভালো সময় কাটছে।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক, হল প্রভাস্ট আলমগীর মোহাম্মদ ও সায়েন্স এন্ড হিউম্যানেটিজ বিভাগের খণ্ডকালীন শিক্ষক শামীমা আক্তার বলেন,বৈশাখ আমাদের ঐতিহ্যের অংশ। সাথে যোগ হয়েছে বিশ^বিদ্যালয়ের এক দশক পূর্তি। শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে সবুজ ক্যাম্পাস রঙিন হয়ে উঠেছে। সাবেক কলিগ ও শিক্ষার্থীরাও এসেছেন। গান আড্ডা হয়েছে। ভালো সময় কেটেছে।
উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন বলেন, ২০১৫ খ্রিস্টাব্দের ১৪ ফেব্রুয়ারি কুমিল্লা সেনানিবাসের অস্থায়ী ক্যাম্পাসে বিশ^বিদ্যালয়টি যাত্রা করে। সবার ভালবাসা এবং বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় বিশ্ববিদ্যালয়টি ১০ বছর পূর্তি উদ্যাপন করছে। আমাদের বিশ্বাস শীঘ্রই এটি দেশের প্রথম সারির একটি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।
সরেজমিন গিয়ে দেখা যায়, ক্যাম্পাস জুড়ে রঙের আলপনা। শিক্ষক শিক্ষার্থীদেও গায়ে রঙিন পোষাক। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছে শিক্ষার্থীরা। খেলার মাঠে বৈশাখী মেলার আয়োজন করা হয়। বিভিন্ন স্টলে পিঠার পাশাপশি রয়েছে পান্তা-ইলিশসহ নানাবিধ দেশীয় খাবার। এছাড়াও মেলায় নাগরদোলাসহ বিভিন্ন রাইডের আয়োজন করা হয়। কেউ কেউ ফটো ফ্রেমে ছবি তুলছেন।
উল্লেখ্য, বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি কুমিল্লা সেনানিবাসের অস্থায়ী ক্যাম্পাসে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার ৭ম বছরে বিশ্ববিদ্যালয়টি স্থায়ী ক্যাম্পাসে আসে। মনোরম ক্যাম্পাসে বর্তমানে ৬টি বিভাগের অধীন ১০টি প্রোগ্রামে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন।