প্রাইভেটকার চাপায় পথচারী মা ও শিশু কন্যা নিহত

প্রতিনিধি।
কুমিল্লার চান্দিনা উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী শিশু কন্যাসহ এক নারীকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পথচারী ওই নারী ও তার দুই বছরের কন্যা শিশু মারা যান। আহত হয়েছে প্রাইভেটকারে থাকা ৩ যাত্রী। নিহতরা হলেন- চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী মাহিনুর আক্তার (২৫) ও তার মেয়ে তাকিয়া ইসলাম (২)। শনিবার সন্ধ্যায় চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়- নিহতদের বাড়ি মহাসড়ক সংলগ্ন কুটুম্বপুর পশ্চিমপাড়া এলাকায়। সন্ধ্যায় মেয়েকে নিয়ে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি আসার পথে ঢাকামুখী একটি দ্রুতগামী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা মাহিনুর ও তার শিশু কন্যা মারা যান। মহাসড়কের পাশের খাদে প্রাইভেটকারটি পানিতে পড়ে যায়। এতে প্রাইভেটকারের ৩জন আহত হন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস.আই) মনিরুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। গাড়িটি খাদে পড়ে যাওয়ার পর চালক পালিয়ে যায়। গাড়িটি আমরা উদ্ধারের চেষ্টা করছি। এ ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে।

inside post
আরো পড়ুন