ফিলিস্তিনিদের স্বাধীনতার দাবি শিক্ষার্থীদের

 প্রতিনিধি।।
ফিলিস্তিনিদের স্বাধীনতার দাবি জানিয়ে মানববন্ধন করেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা। রোববার (২৮ এপ্রিল) প্রতিষ্ঠানটির প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরীর সভাপতিত্বে ও অধ্যক্ষ মো. আলতাফ হোসেনের সঞ্চালনায় কলেজের শিক্ষকরা বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯১৭ সালে ইসরায়েল তথা ইহুদি জনগোষ্ঠী একটি নির্ধারিত আশ্রয় স্থান চেয়েছিল কেবল নিজেদের বসবাসের জন্য। ফিলিস্তিনবাসী মানবিক হয়ে ইসরায়েলের এ আবেদনকে মেনে নেয়। কিন্তু ইসরায়েল যে এত বর্বর ও দখলদার রাষ্ট্র হবে তা ফিলিস্তিনের চিন্তার অনেক বাইরে ছিল। ১৯৪৮ সালে ইহুদিরা ফিলিস্তিনের মধ্যে নিজেদের একটি রাষ্ট্রের দাবি করে। ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি যে জুলুম-নির্যাতন চলমান, তার প্রতিবাদে আমরা সমবেত হয়েছি। আমরা জাতিগতভাবে পৃথিবীর নিপীড়িত মজলুম মানুষের পক্ষে। কোনো দখলদার হানাদার বাহিনীকে আমরা সমর্থন করি না।
মানববন্ধনে ধান্যদৌল আব্দুর রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের আখন্দ, কলেজটির সহকারী অধ্যাপক মানস কুমার রায়, সহকারী অধ্যাপক কবীর আহমদ, আব্দুল্লাহ আল মামুন, প্রভাষক নেছার আহাম্মেদ, প্রভাষক বশির আহাম্মদ ভূইয়া, প্রভাষক শহিদুল ইসলাম, প্রভাষক লিপি রানী সরকার, শরীরচর্চা শিক্ষক নজরুল ইসলামসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।