বদলে যাচ্ছে ডায়াবেটিক হাসপাতালের পরিবেশ


অফিস রিপোর্টার।।
কুমিল্লা অঞ্চলে ডায়াবেটিক রোগীদের চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কুমিল্লা ডায়াবেটিক হাসপাতাল। দীর্ঘদিন অবহেলা অযতেœ জরাজীর্ণ হয়ে পড়ছিলো হাসপাতালটি। সম্প্রতি বদলে গেছে কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালের সেই বেহাল চিত্র। একসময় হাসপাতালের চারপাশ ছিলো খোলা ড্রেন আর আবর্জনায় একাকার। সেখানে দাঁড়ানোর পরিবেশ ছিলো না। দুর্গন্ধে অতিষ্ঠ থাকতো রোগী,চিকিৎসক ও কর্মকর্তা-কর্মারীরা। সেই পরিবেশ এখন অনেক পরিবর্তন হয়েছে। সংস্কারের পর নর্দমা হয়ে থাকা স্থানটি ঝকঝকে তকতকে হয়েছে।
সরেজমিন গিয়ে জানা যায়,এক্সরে রুম, ল্যাব,কিচেন,জেনারেটর রুম একসময় পানিতে ডুবে থাকতো। এতে সব সময় আতংকে থাকতেন রোগী ও দায়িত্বরতরা। কখন বৈদ্যুতিক যন্ত্রপাতির সাথে পানি লেগে দুর্ঘটনা ঘটে। সেই পরিস্থিতির উন্নতি হয়েছে। করিডরও জলাবদ্ধ থাকতো। সেগুলো উঁচু করা হয়েছে। এতে কেটে গেছে জলাবদ্ধতার সমস্যা। এছাড়া রোগীদের বিভিন্ন কেবিন উন্নত করা হয়েছে। আগে পলেস্তারা খসে পড়তো, সেখানে টাইলস করা হয়েছে। কোথাও এসি লাগানো হয়েছে। এবার আলাদা লেবার রুম করা হয়েছে। ওয়াশরুমও সংস্কার করা হয়েছে।
রোগী জামাল হোসেন ও হোসনেয়ারা বেগম বলেন,আমরা দীর্ঘদিন এখানে চিকিৎসা নিয়ে থাকি। বছর খানেক সময় ধরে হাসপাতালের পরিবেশ উন্নত হচ্ছে। এর আগে ময়লা আবর্জনায় হাসপাতালের পরিবেশ বিঘিœত হতো। তারা আরো বলেন, সামনের মাঠটি উঁচু করা হলে পানি জমবে না, হাসপাতালের পরিবেশ আরো সুন্দর হবে।
কুমিল্লা ডায়াবেটিক সমিতির প্রধান নির্বাহী কর্মকর্তা এজেডএম আফজাল জুয়েল বলেন, কুমিল্লা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মো. মোস্তাক মিয়ার দিক নির্দেশনায় আমরা জরাজীর্ণ পরিবেশকে উন্নতের জন্য কাজ চালিয়ে যাচ্ছি। পর্যায়ক্রমে আরো কাজ করবো। ডায়াবেটিক হাসপাতালের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে আমরা চেষ্টা অব্যাহত থাকবে।

inside post
আরো পড়ুন