বন্যায় দুর্গতদের পাশে ইনোভেটিভ যুব ফাউন্ডেশন

 

স্টাফ রিপোর্টার।।

বন্যায় দুর্গতদের পাশে দাঁড়িয়েছে তরুণদের সংগঠন ইনোভেটিভ যুব ফাউন্ডেশন। গত ১৬ আগস্ট শতাধিক পরিবারকে  সাহায্য করে সংগঠনটি। আগামী দিনেও সাধারণ মানুষ ও তরুণদের কল্যাণে কাজ করার ঘোষণা দিয়েছেন স্বেচ্ছাসেবীরা।

ফাউন্ডেশনের সূত্র মতে, অসহায় ও বন্যায় ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারের মাঝে এ সাহায্য প্রধান করা হয়েছে। তাদের শুকনো খাবার, বিশুদ্ধ পানীয়, খাবার স্যালাইন, প্রাথমিক মেডিসিন ও মাস্ক বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য মো. আলম, জহিরুল ইসলাম, আব্দুর রশিদ প্রমুখ।

ইনোভেটিভ যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও তরুণ উদ্যোগতা আলিউল কবির জানান, ২০১৭ সাল থেকে মানবতার সেবায় এক ঝাঁক তরুণকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছি। তারই অংশ হিসাবে বন্যায় আমরা দুর্গতদের পাশে দাঁড়িয়েছি। মুজিববর্ষ উপলক্ষ্যে এক হাজার তরুণকে বিনামূল্যে আইটি প্রশিক্ষণ দেওয়া ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়াও প্রতিবছর মাধ্যমিক পরিক্ষার পর ফল প্রার্থীদের বিনামূল্যে আমরা কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে থাকি।