বরুড়ায় মা ও শিশু সহায়তা কর্মসূচির বাস্তবায়ন নির্দেশিকা বিষয়ক কর্মশালা

হাসিবুল ইসলাম সজিব ।।
কুমিল্লার বরুড়ায় মা ও শিশু সহায়তা কর্মসূচির বাস্তবায়ন নির্দেশিকা ২০২৪ বিষয়ক উপজেলা কমিটির অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৩ মে বরুড়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে ও সাপোটিং ইমপ্লিমেন্টেশন অফ মাদার এন্ড চাইল্ড বেনিফিট প্রোগ্রাম শীর্ষক প্রকল্প, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক জেসমিন আরা।
আরও উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম, বরুড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা আক্তার, বরুড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মহসিনুর রহমান খান,
ভাউকসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জামাল মাসুদ, গালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাচ্চু মিয়া, বরুড়া পৌরসভা কার্যালয়ের প্রধান সহকারী মোঃ সগির হোসেন, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, সচিব, উদ্যোক্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।