বরুড়ায় কৃষি জমি নষ্ট করায় জরিমানা


হাসিবুল ইসলাম সজিব ।।
কুমিল্লার বরুড়ায় ড্রেজারে মাটি কেটে কৃষি জমি নষ্ট করার অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ১৩ মে বরুড়া উপজেলার ১নং আগানগর ইউনিয়নের সিঙ্গাচো গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং এর নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে মুসলিমা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে মুসলিমা বলেন, আমরা তথ্যের ভিত্তিতে জানতে পারি ১নং আগানগর ইউনিয়নের সিঙ্গাচো গ্রামে কৃষি জমি নষ্ট করে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করে আসছে একটি চক্র । তার ধারাবাহিকতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে পৃথক দুইটি মামলায় মোঃ হাছান ও বাচ্চু মিয়া নামের দুই ব্যাক্তিকে ৫০ হাজার টাকা করে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানের বিষয়ে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং বলেন, আমরা ইতিমধ্যে বিভিন্ন এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটার কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি। অপরাধী ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে। জনস্বার্থে এধরনের অভিযান চলমান থাকবে। পাশাপাশি অবৈধ ড্রেজারের বিরুদ্ধে সুশীল সমাজের প্রতিনিধিসহ সকলের সহযোগিতা কামনা করছি ।