বরুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা

 

inside post

হাসিবুল ইসলাম সজিব।।

কুমিল্লার বরুড়া হেরপেটি আব্বাস আলী মিয়া স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

১৬ নভেম্বর শনিবার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের হেরপেটি গ্রামে এ হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মোঃ আব্বাস আলী মিয়া স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নোয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে হেরপেটি এমরানিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে প্রধান অতিথি ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন। বিশেষ অতিথি ছিলেন ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক ও দৈনিক যায়যায় দিন পত্রিকার বরুড়া উপজেলা প্রতিনিধি মোঃ মাসুদ মজুমদার, পেরপেটি গ্রামের সমাজসেবক মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার বরুড়া উপজেলা প্রতিনিধি সুজন মজুমদার, দৈনিক সমাজকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ শরীফ উদ্দিন। এসময় বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও প্রতিযোগিতার অংশ গ্রহণকারী ছাত্ররা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য-২৯ টি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা থেকে ২৫০ হাফেজ হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ১৫ জন হাফেজকে সনদপত্র, সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়।

আরো পড়ুন