‘বরুড়ায় হেলিকপ্টার প্রতীকের প্রার্থীর নেতাকর্মীদের গণগ্রেফতার করা হচ্ছে’
বিভিন্ন ইউনিয়নে হেলিকপ্টার প্রতীকের প্রার্থীর নেতাকর্মীদের গণগ্রেফতার চলছে
প্রতিনিধি।।
কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনে হেলিকপ্টার প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এ এম এন মইনুল ইসলাম বলেছেন, প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষ সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিলেও শেষ সময়ে পক্ষপাতিত্বমূলক আচরণ করা হচ্ছে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর শ্যালক আনারস প্রতীকের প্রার্থী হামিদ লতিফ ভূঁইয়া কামালকে বিজয়ী করতে স্থানীয় প্রশাসনের নগ্ন হস্তক্ষেপ চলছে। অথচ কুমিল্লার এসপির পক্ষ থেকে বলা হয়েছিলো সব প্রার্থীর জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। কিন্তু ভোটের মাত্র একদিন আগে (২১ মে মঙ্গলবার ভোট) দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টো চিত্র। বিভিন্ন ইউনিয়নে হেলিকপ্টার প্রতীকের প্রার্থীর নেতাকর্মীদের গণগ্রেফতার চলছে। আওয়ামী লীগ সমর্থকদের সাথে আচরণ করা হচ্ছে জামায়াতের মতো। তিনি সোমবার (২০ মে) সন্ধ্যায় কুমিল্লা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমাম হোসেন বাচ্চু, জেলা পরিষদ সদস্য জসীম উদ্দিন ও স্বাধীনতা শিক্ষক পরিষদ সদস্য মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া। তিনি আরও জানান, ভোটের আগের দিন তার সমর্থক ইউপি সদস্য লুৎফর রহমানসহ কমপক্ষে ১০-১২ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। খোসবাস উত্তর ইউপি চেয়ারম্যান নাজমুল হোসেনকে গ্রেফতার করতে একাধিকবার তার বাড়িতে হানা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সাধারণ ভোটারদের নানাভাবে হুমকি দেয়া হচ্ছে। ভোটের দিন কেন্দ্র দখলের ষড়যন্ত্র চলছে। এসব বিষয়ে জেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তার কাছে একাধিক অভিযোগ দিলেও কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না। এ অবস্থায় নির্বাচন সুষ্ঠু হবে কিনা এ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তারপরও জনগণের ভোটাধিকার নিশ্চিতে তিনি শেষ পর্যন্ত মাঠে থাকবেন বলে জানান বরুড়া আসনের সাবেক এমপি আবদুল হাকিমের ছেলে ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ার মইনুল ইসলাম ।
এ বিষয়ে আনারস প্রতীকের প্রার্থী হামিদ লতিফ ভূঁইয়া কামাল বলেন, নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসন চেষ্টা করছে। হেলিকপ্টার প্রতীকের প্রার্থীর অভিযোগ তার নিজস্ব ব্যাপার। এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।
সার্বিক বিষয়ে কুমিল্লার জেলার পুলিশ সুপার আব্দুল মান্নানের বক্তব্য জানতে তার সাথে টেলিফোনে একাধিকবার যোগাযোগর চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি।