বাংলাদেশ শিক্ষা সেবা ফাউন্ডেশন বুড়িচং শাখার বৃক্ষ রোপন

গাছ লাগান পরিবেশ বাঁচান এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশের শিক্ষা সেবা ফাউন্ডেশন বুড়িচং উপজেলা কমিটির আয়োজনে বৃক্ষ রোপন, বৃক্ষ বিতরণ ও মতবিনিময় সভা বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন এর গোবিন্দপুর গোমতী নদীর বেড়িবাঁধ এলাকায় সংগঠনে উপজেলার সভাপতি মো. মনির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ গোমতী স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. আবুল কাশেম। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষা সেবা ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, বি-বাড়ীয়া জেলা কমিটির আহবায়ক আবদুর রহমান, কুমিল্লা জেলা কমিটির সহ সভাপতি রাসেল সরকার, সাংগঠনিক সম্পাদক ডিএম রিয়াদ, কুমিল্লা মহানগর কমিটির আহবায়ক আতিকুর রহমান, মহানগর আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক সুফিয়ান রাসেল, বুড়িচং উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো.সোলাইমান, চৌদ্দগ্রাম উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শাহপরান, চান্দিনা উপজেলার আহবায়ক কমিটি সদস্য রায়হান উদ্দিন, বুড়িচং উপজেলা কমিটির সদস্যবৃন্দ। গোবন্দপুর গোমতী নদীর এলাকায় আম, কাঠাল, আমড়া লেবু, একাশি, সেগুন গাছের চারাসহ বিভিন্ন প্রজাতির চারা রোপন ও বিতরণ করা হয়।

 

–সংবাদ বিজ্ঞপ্তি