বালকে সিটি বালিকায় বুড়িচং

মোহাম্মদ শরীফ।

কুমিল্লায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় ফুটবল বালিকা (অনুর্ধ্ব-১৭) টূর্ণামেন্টের জেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হয়।
বিকেল তিনটায় প্রথম ম্যাচে বালিকা দল বুড়িচং উপজেলা ও মেঘনা উপজেলা পরস্পর মোকাবেলা করে। এক ঘন্টার এই খেলায় একচেটিয়া দাপট দেখায় বুড়িচং। খেলার প্রথমার্ধে ৪টি গোল পায় বুড়িচংয়ের মেয়েরা। শেষার্ধে গোল পোস্ট পরিবর্তন হলেও, চিত্র পাল্টাতে পারেনি মেঘনার বালিকারা। শেষার্ধের চারটি সহ মোট আটটি গোল হজম করতে হয়েছে তাদের। এতে নেচে গেয়ে জয় আসে বুড়িচং শিবিরে।

দিনের আরেক খেলায় বিকেল ৪টা ৪০ মিনিটে মাঠে নামে কুমিল্লা সিটি করপোরেশন ও বুড়িচং উপজেলা । শুরুর ১০ মিনিটেই গোল পায় হলুদ জার্সির বুড়িচংয়ের দামালরা। এরপর থেকে পুরো খেলায় সিটির ছেলেদের আক্রমনে নাভীশ্বাস বাড়িয়ে তুলেছে বুড়িচং শিবিরে। তবে ফাঁকে ফাঁকে সিটির গোল পোস্টে নাড়া দিয়েছে বুড়িচং। এই যখন খেলার পরিস্থিতি তখনই অঘটন ঘটে। শেষ হওয়ায় পাঁচ মিনিট পূর্বে বুড়িচংয়ের ডি বস্কের ভিতরে পেনাল্টির বাঁশি বাজান ম্যাচ রেফারি ময়নাল হোসেন। হাতে লাগা পেনাল্টিতে সমতায় ফিরে লাল রঙের সিটি। এক এক গোলে সময় পার হলে ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। এতে ২-৪ গোলের ব্যবধানে জয় পায় সিটি করপোরেশন। ম্যাচ শেষে দুই দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।