বিকৃত সংবাদ প্রচারের অভিযোগে কুবিতে মানববন্ধন

প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্যের বক্তব্যকে ‘বিকৃত করে গণমাধ্যমে সংবাদ প্রচারের’ অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বঙ্গবন্ধু পরিষদ, কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ ও সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল চত্বরে বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো. জাহিদ হাসানের সঞ্চালনায় এই সম্মিলিত মানববন্ধন করেন তারা।


মানববন্ধনে কুবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ও রেজিস্ট্রার দপ্তরের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ জাকির হোসেন বলেন, ‘উপাচার্য স্যারের নেতৃত্বে যখন আমাদের বিশ্ববিদ্যালয় গবেষণায় এগিয়ে যাচ্ছে, গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে রয়েছে, সেই সময়ে তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব করছে। ‘
বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি ও নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আইনুল হক বলেন, ‘ আপনারা অনেকবার সংবাদ প্রচারের ক্ষেত্রে বিপথগামী হয়েছেন। তখন আমরা বুঝিয়েছি। তারপরও যদি আপনারা এরকম করেন তাহলে শিক্ষকরা সেই দায়িত্ব নিতে পারব না।’


সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক এন এম রবিউল আউয়াল বলেন, ‘উপাচার্য স্যার আগে পরে কী বলেছেন, সেটা না জেনে মাঝখানে নিজেরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে লিখে বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট করতে চাচ্ছেন তা সবাই বুঝতে পেরেছে। উপাচার্য স্যার তার বক্তব্যে দুর্নীতিকে উৎসাহিত করেননি। যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব করছেন, দিন শেষে নিজদেরই সুনাম নষ্ট করছেন।’
বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘আপনারা যখন কিছু লিখবেন তখন এমন ভাবে বিকৃত করে লিখা উচিত না, যার কারণে সমাজে আমাদের সম্মানহানি হয়। ‘


মানববন্ধনে আরো বক্তব্য রাখেন ৩য় শ্রেণির কর্মচারী পরিষদের সভাপতি দীপক চন্দ্র মজুমদার , সাধারণ সম্পাদক মো. মহসীন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ম. রকিবুল হাসান রকিসহ অন্যান্যরা।
উল্লেখ্য- ৩১ জুলাই, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈনের একটি বক্তব্যকে ভিত্তি করে সংবাদ প্রকাশ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদকর্মী। সেখানে উপাচার্য শিক্ষার্থীদের ‘ক্রিটিকাল থিংকিং’- এর বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে উদাহরণ হিসেবে একটি প্রসঙ্গ যোগ করেন।