বিদেশে চিকিৎসা নিরোৎসাহিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

 প্রতিনিধি।
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, বিদেশে চিকিৎসা নিরোৎসাহিত করতে হবে, সেজন্য তিনি দেশে চিকিৎসকদের আরো বেশি সেবার মনোভাবী হওয়ার অনুরোধ জানান। বৃহস্পতিবার কুমিল্লা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও হাসপাতালের পরিচালকসহ অন্যান্য চিকিৎসকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক এবিএম খুরশিদ আলমের সভাপতিত্বে সভায় আরো অংশ নেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, সিটি ডা.মেয়র তাহসীন বাহার সূচনা, জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ইজাজুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, আমি যেমন চিকিৎসকদের মন্ত্রী তেমনি আমি রোগীদেরও মন্ত্রী। তাই স্বাস্থ্য সুরক্ষা আইন পাস করতে সংসদে বিল উত্থাপন করা হবে। কুমিল্লায় একটি ক্যান্সার হাসপাতাল নির্মাণেরও প্রতিশ্রুতিও দেন মন্ত্রী। এর আগে সকালে তিনি কুমিল্লা জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন।

inside post
আরো পড়ুন