বিদেশ ফেরত তিন নারী শোনান প্রতারণার গল্প
দাউদকান্দিতে শোভাযাত্রা ও আলোচনা সভা
প্রতিনিধি।।
”প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার ” স্লোগান নিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন কুমিল্লার দাউদকান্দিতে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে।
শোভাযাত্রা শেষে উপজেলা প্রশাসন ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াছমিন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ম্যানেজার মো. সাদেক, ব্র্যাকের মাঠ কর্মকর্তা রাবেয়া আক্তার প্রমুখ।
সভায় বিদেশ ফেরত তিন নারী হোসনা আক্তার, পারভীন আক্তার, খুকি আক্তার বিদেশে গিয়ে কিভাবে প্রতারিত হয়েছেন তার গল্প শোনান।