‘শিক্ষার হাত ধরেই একজন মানুষ প্রকৃত মানুষ হয়ে উঠে’

কুমিল্লা সেন্ট্রাল স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

inside post

কুমিল্লা সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনার অনুষ্ঠান প্রতিষ্ঠানের মাঠে আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ মহি উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হাসনাত আনোয়ার উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি মিয়া মোহাম্মদ সোহেল, মাধবপুর আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের ফাউন্ডেশন কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ূম,কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর হাসানাত আনোয়ার উদ্দিন আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- শিক্ষার হাত ধরেই একজন মানুষ প্রকৃত মানুষ হয়ে উঠে। শিক্ষার মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে নিয়মিত পরিমিত পড়াশোনা করতে হবে। ভাল ফলাফল পাশাপাশি মানবিক মানুষ হতে হবে।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য মোহাম্মদ উল্লা তালুকদারের পরিচালনায় শুভচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সদস্য মাওলানা ফয়েজ আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন ডে শিফটের ইনচার্জ মোঃ আহসান উল্লাহ, মর্নিং শিফটের ইনচার্জ হাফেজ মো. ইলিয়াছ সহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ২০২৪ শিক্ষাবর্ষ মেধাতালিকায় স্থানপ্রাপ্ত ৪৭ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।

আরো পড়ুন