বিলে দুই যুবকের মরদেহ,পাশে মিলল সিরিঞ্জ

 প্রতিনিধিঃ
কুমিল্লার দেবিদ্বারে ইন্টারনেটের বিল উত্তোলন, লাইন সংযোগ ও মেরামতকারী মনির হোসেন ও মোহন মিয়া নামে দুই যুবকের মরদেহ জাফরগঞ্জ বিলের মধ্যে থেকে উদ্ধার করেছে দেবিদ্বার থানা পুলিশ। ঘটনাস্থল থেকে সিরিঞ্জ, সিগারেট, স্পিরিটের খালি বোতলসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ। রবিবার ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন, দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ গ্রামের মৃত দুলু মিয়ার ছেলে মনির হোসেন (২৫) ও খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার সুখাকেন্দ্রায় গ্রামের রহুল আমিন মিয়ার ছেলে মোহন মিয়া (৩৫)।
এদিকে বিলের মধ্যে দুই যুবকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে দূরদূরান্ত থেকে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করতে থাকেন। নিহত মনির হোসেনের স্বজনরা ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন।
মনিরের ছোট বোন জান্নাত আক্তার জানান, মনির আমার একমাত্র ভাই, তাকে কারা মারল আমরা বলতে পারব না। তার এক ছেলে ও এক মেয়ে আছে, তাদের এখন কি হবে?
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, মরদেহগুলো খড়ের ওপর পাওয়া গেছে, এর ২০/২৫ ফুট দূরে খড়ের একটি গাদা রয়েছে। ধারণা করা হচ্ছে, শনিবার রাতের কোন এক সময়ে তারা ওখানে থেকে খড় এনে এখানে বিছিয়ে বসে মাদকসেবন করছিল। মাদকে হয়তো বিষাক্ত কিছু ছিল তা সেবনের পর শ^াসক্রিয়া বন্ধ হয়ে মারা যায়।
স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম বলেন, রবিবার সকালে দোয়াইজলা বিলে কৃষকরা কাজ করতে এসে দুই জনের মরদেহ দেখে আমাকে খবর দেয়। পরে ঘটনার সত্যতা পেয়ে পুলিশ খবর দেই। তারা দুইজনই ডিস ও ইন্টারনেট বিলে উত্তোলন ও সংযোগ লাইনের কাজ করতেন। এটি হত্যাকা- কিনা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ডিস ও ইন্টারনেট ব্যবসায়ী বদিলউল আলম সানোয়ার বলেন, মনির ও মোহান আমার ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করতেন। এর মধ্যে মনির নিজের বাড়িতে থাকত আর মোহন অফিসে থাকতো। মোহনের বাবা আমাকে বলেছেন রাত ১১টার দিকে শেষবার মোহনের সাথে তার কথা হয়েছে। ১১টার পর তাকে অফিসেও পাওয়া যায়নি। তাঁরা কোন নেশা জাতীয় দ্রব্য সেবন করত কিনা জানতে চাইলে সানোয়ার জানান, দুইজনের মধ্যে মনির মাদকাসক্ত ছিলো। মোহন মাদক সেবন করত কিনা জানিনা।
বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ মো.শাহীন জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটা হত্যাকা- নাকি অন্য কিছু তা এখন বলা সম্ভব হচ্ছে না। তবে ঘটনাস্থল থেকে সিরিঞ্জ, সিগারেট, স্পিরিটের খালি বোতলসহ বিভিন্ন আলামত পাওয়া গেছে। এগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এছাড়াও আরও তথ্য উপাত্ত ও আলামত সংগ্রহ করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।

inside post
আরো পড়ুন