বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
বাস্তবিক জীবনে আমাদের নানান অসচেতনতার কারণে ক্রমশই পরিবর্তন ঘটছে জলবায়ুর। এতে পরিবেশের বিরূপ প্রভাব পরিলক্ষিত হচ্ছে জনস্বাস্থ্যেও। তাই সকলকে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতে একযোগে পালন করতে হবে সচেতন ভূমিকা। আমাদেরকে মনে রাখতে হবে, সুস্বাস্থ্য নিশ্চিতের পূর্বশর্ত হচ্ছে সুস্থ পরিবেশ গড়ে তোলা।
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে আলোচনা সভায় বক্তারা উপরোক্ত বিষয় তুলে ধরতে হবে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের শহীদ ডা. মিলন সভাকক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ডা. মোহাম্মদ আবু সাঈদ। এছাড়া দিবসটি উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বের করা হয় বর্ণাঢ্য র‍্যালি।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ্‌, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মো. শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোজাম্মেল হোসেন রেজা, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার মাহমুদল হাসান প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্বাস্থ্য নিশ্চিতের পূর্বশর্ত হলো সুস্থ পরিবেশ গড়ে তোলা। নানা অসচেতনতার কারণে ক্রমশই ঘটছে জলবায়ূর পরিবর্তন। এতে পরিবেশের বিরূপ প্রভাব জনস্বাস্থ্যের উপরেও পরিলক্ষিত হচ্ছে। তাই সকলকে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতে আমাদের সকলকে একযোগে সচেতন ভূমিকা পালন করতে হবে। আলোচনা সভার আগে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল অঙ্গন থেকে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।