বুড়িচংয়ে শীতার্ত মানুষের মাঝে কম্বল ও খাবার বিতরণ
আলোকিত যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজ মিলনায়তনে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে কম্বল ও খাবার বিতরণ করা হয়েছে।
৪ জানুয়ারি ( শনিবার)সংগঠনের সভাপতি গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবিরের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার।
বিশেষ অতিথি ছিলেন, কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ মফিজুল ইসলাম, ফকির বাজার ইসলামিয়া ছুন্নিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাজী মোঃ আবুল বাশার, ফকির বাজার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ পিজিউল আলম ও কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের উপাধ্যক্ষ মোঃ জামাল হোসেন।
এতে সহায়তা করেন গাউছিয়া ইসলামিক মিশন ও আনন্দ সমাজ উন্নয়ন সংস্থা। প্রভাষক মাওলানা কাজী মোঃ আল ইমরানের উপস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব (বীর প্রতীক), আলোকিত যুব উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ হোসেন, মোঃ ফজলুর রহমান (সাবেক মেম্বার), মাওঃ মোঃ তাজুল ইসলাম ভূঁইয়া ,এডভোকেট মোঃ ওমর ফারুক, বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেন, কুকাসের সভাপতি মোঃ মেহেদী হাসান দুলাল, সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদক ডাঃ ফৌজিয়া রিজনা,মোসা: সেলিনা আক্তার, বুড়িচং প্রেস ক্লাবের সহসাংগঠনিক সম্পাদক সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয়, প্রচার সম্পাদক মোঃ শরিফুল ইসলাম সুমন, বাকশীমূল ইউনিয়ন যুবদল নেতা কাজী মোঃ মাহাবুব হোসেন।
সহযোগিতায় ছিলেন,মোঃ রবিউল ইসলাম, মোঃ সুজন, মেহেদী হাসান, মোঃ রাসেল, জুনাইদ ইসলাম আসিফ, মোঃ মামুন, সাহিদুল ইসলাম আরিফ, শরীফুল ইসলাম,আছমা আক্তার ।
অনুষ্ঠান শেষে আলোকিত যুব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য , আলোকিত যুব উন্নয়ন সংস্থা প্রতি বছরের ন্যায় এ বছরও দরিদ্র ও সুবিধাবঞ্চিত অসহায় শীতার্ত মানুষের মাঝে শতাধিক কম্বল ও খাবার বিতরণ করেছে।
-প্রেস বিজ্ঞপ্তি।