মহাসড়কে বিশৃঙ্খলা বাড়ছে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। এ সড়কের ১০৫ কিলোমিটার কুমিল্লায় । এই এলাকাজুড়ে ছোট বাহনের কারণে বিপাকে পড়তে হয় দূরপাল্লার দ্রুতগামী যানবাহনগুলোকে।
সূত্র জানায়,কুমিল্লার দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত এই ১০৫ কিলোমিটার। এরইমধ্যে দূরপাল্লার যানবাহনের সাথে পাল্লা দিয়ে অবাধে চলে থ্রি-হুইলার। এছাড়াও উল্টো পথে মোটরসাইকেল, থ্রি-হুইলার ও অন্যান্য ছোট যানবাহন চলে, সড়কটিকে মরণ ফাঁদে পরিণত করেছে। অদক্ষ চালকের বেপরোয়া চলাচল। নেই যথাযথ আইনের প্রয়োগ। ইউ-টার্ন গুলোতেও একই চিত্র। এ-সবের কারণে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশৃঙ্খলা দেখা গেছে।
‘সড়কটির ৬৫ কিলোমিটার ঘুরে কথা হয় চালক, পথচারী ও স্থানীয়দের সাথে। তাদের দাবি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে শৃঙ্খলা পুরোপুরি ধসে পড়েছে। বিকল্প সড়ক না থাকায় এ মহাসড়ক যত্রতত্র ব্যবহার করছে ছোট যানবাহনগুলো। থ্রি-হুইলার ও ছোট যানবাহনগুলোর অবাধে চলাচল বন্ধ না হলে দুর্ঘটনার আশঙ্কা করেন তারা।
কুমিল্লার আলেখারচর এলাকার স্থানীয় বাসিন্দা মো. নাজিম উদ্দীন ও আবু মিয়া বলেন, গত সাপ্তাহে কুমিল্লা থেকে ঢাকাগামী ছোট পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় উলটো পথে আসা একটি ব্যাটারি চালিত রিকশার। এ ঘটনায় রিকশার দুই যাত্রী ও চালক আহত হয়েছেন। এছাড়াও বিগত বছরগুলোতে ছোট-বড় দুর্ঘটনা দেখেছেন দুজনে।
চৌদ্দগ্রামের মিয়ার বাজারে কথা হয় ঢাকাগামী বাসচালক আবদুর রহিমের সাথে। তিনি বলেন, ছোট যানবাহনের কারণে তাদের ঝুঁকিতে পড়তে হয়। মহাসড়কটির কুমিল্লা অংশে থ্রি-হুইলার সড়কে যত্রতত্র চলাচল বেশি।
চান্দিনা বাস স্টেশনের দোকানি রফিকুল ইসলাম ও পথচারী মিজানুর রহমান বলেন, আইনপ্রয়োগকারীদের গাফিলতির কারণে এ অবস্থা। দ্রুত পদক্ষেপ না নিলে সড়কে আরো বিশৃঙ্খলা বাড়বে।
কুমিল্লা মোটর অ্যাসোসিয়েশনের (বাস মালিক সমিতি) সভাপতি জামিল আহমেদ খন্দকার বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে শৃঙ্খলা পুরাপুরি ধ্সে পড়ছে। প্রায় ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা দরকার। ছোট যানবাহনের জন্য বিকল্প সড়ক এখন সময়ের দাবি।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোঃ খাইরুল আলম বলেন, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে নিয়মিত টহল দেওয়া হয়। প্রতিদিনই সড়কে বিশৃঙ্খলাকারী গাড়িগুলোকে আমরা আটক করছি। এখানে একটা বড় সমস্যা হচ্ছে চালকরা অসচেতন। বিকল্প সড়ক না থাকায় মহাসড়কে উঠে আসছে এসব গাড়ি।