মহাসড়কে বিশৃঙ্খলা বাড়ছে

আল-আমিন কিবরিয়া |
inside post

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। এ সড়কের ১০৫ কিলোমিটার কুমিল্লায় । এই এলাকাজুড়ে  ছোট বাহনের কারণে বিপাকে পড়তে হয় দূরপাল্লার দ্রুতগামী যানবাহনগুলোকে।

সূত্র জানায়,কুমিল্লার দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত এই ১০৫ কিলোমিটার। এরইমধ্যে দূরপাল্লার যানবাহনের সাথে পাল্লা দিয়ে অবাধে চলে থ্রি-হুইলার। এছাড়াও উল্টো পথে মোটরসাইকেল, থ্রি-হুইলার ও অন্যান্য ছোট যানবাহন চলে, সড়কটিকে মরণ ফাঁদে পরিণত করেছে। অদক্ষ চালকের বেপরোয়া চলাচল। নেই যথাযথ আইনের প্রয়োগ। ইউ-টার্ন গুলোতেও একই চিত্র। এ-সবের কারণে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশৃঙ্খলা দেখা গেছে।

‘সড়কটির ৬৫ কিলোমিটার ঘুরে কথা হয় চালক, পথচারী ও স্থানীয়দের সাথে। তাদের দাবি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে শৃঙ্খলা পুরোপুরি ধসে পড়েছে। বিকল্প সড়ক না থাকায় এ মহাসড়ক যত্রতত্র ব্যবহার করছে ছোট যানবাহনগুলো। থ্রি-হুইলার ও ছোট যানবাহনগুলোর অবাধে চলাচল বন্ধ না হলে দুর্ঘটনার আশঙ্কা করেন তারা।

কুমিল্লার আলেখারচর এলাকার স্থানীয় বাসিন্দা মো. নাজিম উদ্দীন ও আবু মিয়া বলেন, গত সাপ্তাহে কুমিল্লা থেকে ঢাকাগামী ছোট পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় উলটো পথে আসা একটি ব্যাটারি চালিত রিকশার। এ ঘটনায় রিকশার দুই যাত্রী ও চালক আহত হয়েছেন। এছাড়াও বিগত বছরগুলোতে ছোট-বড় দুর্ঘটনা দেখেছেন দুজনে।

চৌদ্দগ্রামের মিয়ার বাজারে কথা হয় ঢাকাগামী বাসচালক আবদুর রহিমের সাথে। তিনি বলেন, ছোট যানবাহনের কারণে তাদের ঝুঁকিতে পড়তে হয়। মহাসড়কটির কুমিল্লা অংশে থ্রি-হুইলার সড়কে যত্রতত্র চলাচল বেশি।

চান্দিনা বাস স্টেশনের দোকানি রফিকুল ইসলাম ও পথচারী মিজানুর রহমান বলেন, আইনপ্রয়োগকারীদের গাফিলতির কারণে এ অবস্থা। দ্রুত পদক্ষেপ না নিলে সড়কে আরো বিশৃঙ্খলা বাড়বে।

কুমিল্লা মোটর অ্যাসোসিয়েশনের (বাস মালিক সমিতি) সভাপতি জামিল আহমেদ খন্দকার বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে শৃঙ্খলা পুরাপুরি ধ্সে পড়ছে। প্রায় ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা দরকার। ছোট যানবাহনের জন্য বিকল্প সড়ক এখন সময়ের দাবি।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোঃ খাইরুল আলম বলেন, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে নিয়মিত টহল দেওয়া হয়। প্রতিদিনই সড়কে বিশৃঙ্খলাকারী গাড়িগুলোকে আমরা আটক করছি। এখানে একটা বড় সমস্যা হচ্ছে চালকরা অসচেতন।  বিকল্প সড়ক না থাকায় মহাসড়কে উঠে আসছে এসব গাড়ি।

আরো পড়ুন