বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী নিয়ে হচ্ছে মেঘনা বিভাগ

 

inside post

অফিস রিপোর্টার।।

আগামী রবিবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিতব্য প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় দেশে আরও দুটি নতুন বিভাগ গঠনের প্রস্তাব উঠবে বলে জানা গেছে। বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলা নিয়ে প্রস্তাব করা হচ্ছে ‘পদ্মা’ বিভাগের।  বৃহত্তর কুমিল্লার তিনটি ও নোয়াখালীর তিনটি করে মোট ছয়টি জেলা নিয়ে ‘মেঘনা’ বিভাগ গঠনের প্রস্তাব উঠছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে আরও জানা গেছে, ওইদিন সচিবালয়ের  মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিতব্য নিকার সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সূত্র জানিয়েছে নতুন এ দুটি বিভাগ হলে দেশে বিভাগের সংখ্যা দাঁড়াবে ১০টি। এর আগের সব বিভাগের নাম স্থানীয় শহরের নামে হলেও এবার প্রথমবারের মতো দুই নদীর নামে দুটি বিভাগ হতে যাচ্ছে। উল্লেখ্য, গত বছরের ২১ অক্টোবর ও ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী ঘোষণা দেন, ‘ মেঘনা’ নদীর নামে কুমিল্লা এবং ‘পদ্মা’ নদীর নামে ফরিদপুর বিভাগ হবে।

আরো পড়ুন