বেশি দামে তেল বিক্রি করায় তিন দোকানিকে জরিমানা

 

আখাউড়া সংবাদদাতা :
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সঠিক মূল্য তালিকা না থাকা ও তেলের বোতলের দাম মুছে বেশি দামে বিক্রি করায় তিন দোকানিকে ভোক্তা অধিকার আইনে ৪ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সয়াবিন তেলের মজুদ ও বিক্রি মূল্য বিষয়ে বাজার মনিটরিং অভিযান পরিচালিত হয়। এ সময় সঠিক মূল্য তালিকা না থাকা ও তেলের বোতলের দাম মুছে বেশি দামে বিক্রি করায় তিন দোকানিকে এ জরিমানা করা হয়।

পৌরশহরের সড়ক বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে এ বাজার মনিটরিং অভিযান পরিচালিত হয়। এ সময় কয়েকটি মুদি দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর বিভিন্ন ধারায় ৪ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান জানান, আখাউড়া থানা পুলিশের সহযোগিতায় পৌর শহরের সড়ক বাজারে বিভিন্ন ধারায় ৪ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। বাজার মনিটরিং অভিযান অব্যাহত থাকবে বলে ও জানান এই কর্মকর্তা। এসময় আরো উপস্থিত ছিলেন আখাউড়া স্যানিটারী ইন্সপেক্টর রফিকুল ইসলাম।