‘ব্যক্তির কাছেই প্রচুর অর্থ থাকা উচিত নয়’ জুকারবার্গ

আমোদ ডেস্ক।।

সারাবিশ্বের পঞ্চম শীর্ষ ধনী ব্যক্তি তিনি। বর্তমানে ৭০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সম্পদের মালিক। বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার তিনি। ইনি আর কেউ নন-সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক এলিয়ট জুকারবার্গ। তিনি বলেছেন, একটা পর্যায়ে গিয়ে কোনো ব্যক্তির কাছেই প্রচুর অর্থ থাকা উচিত নয়।

 

যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনের দুই পদপ্রার্থী বার্নি স্যান্ডার্স ও এলিজাবেথ ওয়ারেন ফেসবুকের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন। ওয়ারেন সরাসরি বলেছেন, ফেসবুক তার অপছন্দ, আর স্যান্ডার্স কোনো বিলিয়নিয়ার থাকার পক্ষে নন। বিলিয়নিয়ারদের না থাকার পক্ষে একমত পোষণ করেছেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ নিজেই।

সম্প্রতি ফেসবুকের কর্মীদের সঙ্গে এক প্রশ্নোত্তর অনুষ্ঠানে হাজির হন জুকারবার্গ। সরাসরি সম্প্রচার করা ওই অনুষ্ঠানে স্যান্ডার্সের মন্তব্যে জুকারবার্গের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। জুকারবার্গ বলেন, ‘একজন মানুষের কাছে কী পরিমাণ অর্থ থাকা যথেষ্ট তা তিনি জানেন না। তবে তিনি মনে করেন, একটা পর্যায়ে গিয়ে কারও কাছেই প্রচুর অর্থ থাকা উচিত নয়।’